Ticker

6/recent/ticker-posts

জামিয়া দারুসসুন্নাহ ফারেগীন পরিষদের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

 জামিয়া দারুসসুন্নাহ ফারেগীন পরিষদের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

হ্নীলা জামেয়া দারুস সুন্নাহ মাদ্রাসা সম্মেলন কক্ষ


নিজস্ব প্রতিবেদক: 

বহুল আলোচিত ও প্রতিক্ষিত জামিয়া দারুসসুন্নাহ ফারেগীন পরিষদ অভিষেক অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে। আজ ১৬ ডিসেম্বর’২৪ইং, সোমবার, বাদে জুহর জামিয়া দারুসসুন্নাহ মিলনায়তনে শতাধিক ফারগীনদের উপস্থিতিতে গুরুত্বপূর্ণ আলোচনার মধ্য দিয়ে পরিষদের যাত্রা শুরু হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফারেগীন পরিষদের প্রধান উপদেষ্টা ও জামিয়া দারুসসুন্নাহ’র ভারপ্রাপ্ত মুহতামিম- মাওলানা ক্বারী মোখতার আহমদ, সভাপতিত্ব করেন- পরিষদের উপদেষ্টা- মাওলানা আবুল কালাম আজাদ। মাওলানা দিলদার আহমদের সঞ্চালনায় উপস্থিত ওলামায়ে কেরামগণ জামিয়া দারুসসুন্নাহ ফারেগীন পরিষদের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তাবয়নের লক্ষ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য ও মতামত পেশ করেন। পরিষদের সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মুফতি আবু আবদুল্লাহ আহমদ এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হলে এতে অন্যান্য ফারেগীনদের মধ্যে বক্তব্য রাখেন- সভাপতি: হাফেজ মাওলানা শাকের আহমদ, সাধারণ সম্পাদক: মাওলানা হেলাল উদ্দিন আরমান, সহ-সাংগঠনিক সম্পাদক: মাওলানা দিলদার আহমদ, মাওলানা শাকের আহমদ, মাওলানা আজিজুল হক প্রমুখ।    


জামিয়া দারুসসুন্নাহ ফারেগীন পরিষদের পরিচিতি:

প্রতিষ্ঠার পটভূমি:

জামিয়া দারুসসুন্নাহ ফারেগীন পরিষদ একটি সামাজিক ও ইসলামি শিক্ষাভিত্তিক সংগঠন, যা হ্নীলা ইউনিয়নের জামিয়া দারুসসুন্নাহ’র ফারেগীন অথবা জামিয়া দারুসসুন্নাহ’য় অধ্যয়ন করেছেন, পরবর্তীতে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে দাওরায়ে হাদীস সম্পন্ন করেছেন এমন ছাত্রদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে। সংগঠনের মূল উদ্দেশ্য হলো- ইসলামি শিক্ষা, দাওয়াত ও নেতৃত্ব উন্নয়নের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা। সংগঠনের শিকড় জামিয়া দারুসসুন্নাহ মাদরাসা কেন্দ্রিক। যা দীর্ঘকাল ধরে ইসলামী শিক্ষা বিস্তার ও চর্চার কেন্দ্র হিসেবে ভূমিকা পালন করে আসছে।


গঠনের উদ্দেশ্য:

জামিয়া দারুসসুন্নাহ ফারেগীন পরিষদ গঠনের পেছনে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ উদ্দেশ্য, যার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো:


১. ঐক্যের প্ল্যাটফর্ম গড়ে তোলা: জামিয়া দারুসসুন্নাহর প্রাক্তন ছাত্রদের মধ্যে যারা দেশ ও দেশের বাইরের যে কোনো কওমি মাদরাসা থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেছেন তাদের একত্রিত করে সকলের মাঝে ভ্রাতৃত্ববোধ ও সহযোগিতার সম্পর্ক স্থাপন করা।

২. মাদরাসার উন্নয়ন: জামিয়া দারুসসুন্নাহ সহ এতদঞ্চলের সকল কওমি মাদরাসার অর্থনৈতিক, অবকাঠামোগত এবং অ্যাকাডেমিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা। 

৩. ইসলামের দাওয়াত: ইসলামি শিক্ষার প্রচার-প্রসার এবং সমাজে সুষ্ঠু ধারার ইসলামী মূল্যবোধ ও সংস্কৃতির বিকাশ ঘটানো।


৪. নেতৃত্বের বিকাশ: আলেম-উলামা এবং মাদরাসা পড়ুয়া ছাত্রদের আধুনিক তথ্য প্রযুক্তির সমন্বয়ে সমাজের নেতৃত্বের জন্য প্রস্তুত করা।

৫. সামাজিক কল্যাণ: দারিদ্র্য দূরীকরণ, শিক্ষার প্রসার এবং নৈতিক উন্নয়নের মাধ্যমে এ অঞ্চলে একটি উন্নত সমাজ গড়ে তোলা।


প্রতিষ্ঠার সময়কাল:

জামিয়া দারুসসুন্নাহ ফারেগীন পরিষদের প্রতিষ্ঠার প্রাথমিক উদ্যোগ নেওয়া হয় ২০২৪ সালের ৪ নভেম্বর। এরপর ৮ নভেম্বর ২০২৪ তারিখে প্রায় শতাধিক ফারেগীন আলেম-উলামার উপস্থিতিতে একটি মতবিনিময় সভার মাধ্যমে সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।


সংগঠনের কার্যক্রম: 

জামিয়া দারুসসুন্নাহ ফারেগীন পরিষদ ইতোমধ্যে কয়েকটি কার্যক্রমের রূপরেখা তৈরি করেছে, যা সংগঠনের লক্ষ্যে পূরণে সহায়ক হবে। তৎমধ্যে অন্যতম হচ্ছে:- 


জামিয়ার সার্বিক উন্নয়ন- তথা:

১. জামিয়ার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্যে আলোচনা ভিত্তিক ব্যবস্থা গ্রহণ।

২. জামিয়ার অর্থনৈতিক ও শিক্ষার মান উন্নয়নে কার্যকরী ভূমিকা রাখা। 

৩. জামিয়া দারুসসুন্নাহ সহ যে কোনো দ্বীনি প্রতিষ্ঠানে অনাকাঙ্খিত সৃষ্ট সমস্যার আলোচনা সাপেক্ষে সুন্দর সমাধান নিশ্চিতকরণ।


উপসংহার:

জামিয়া দারুসসুন্নাহ ফারেগীন পরিষদ শুধুমাত্র একটি সংগঠন নয়, এটি একটি দৃষ্টিভঙ্গি এবং ল্যবোধ, যা সমাজ ও জাতিকে এগিয়ে নেওয়ার জন্য প্রতিষ্ঠিত হয়েছে। জামিয়া দারুসসুন্নাহ কেন্দ্রিক ফারেগীনদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা এ সংগঠনকে একটি সফল উদ্যোগে পরিণত করতে পারে। ইসলামের আলোকে সমাজের নৈতিক উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং নেতৃত্ব বিকাশের ক্ষেত্রে এ সংগঠন দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশা করা যায়, ইনশাআল্লাহ।


১৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ:

. প্রধান উপদেষ্টা- মাওলানা ক্বারী মোখতার আহমদ- পশ্চিম সিকদার পাড়া

২. উপদেষ্টা- মাওলানা আবুল কালাম আজাদ- রঙ্গিখালী

৩. উপদেষ্টা- মাওলানা হাফেজ মুহাম্মদ নুর- পশ্চিম সিকদার পাড়া

৪. উপদেষ্টা- মাওলানা আবুল হাশেম- পূর্ব সিকদার পাড়া

৫. উপদেষ্টা- মাওলানা গোলাম মোস্তফা- পশ্চিম পানখালী

৬. উপদেষ্টা- মাওলানা শাকের আহমদ- ফুলের ডেইল

৭. উপদেষ্টা- মাওলানা মাহমুদুল হক- পশ্চিম সিকদার পাড়া

৮. উপদেষ্টা- মাওলানা আতাউল হাকিম- ফুলের ডেইল

৯. উপদেষ্টা- মাওলানা রফিকুল ইসলাম- পশ্চিম সিকদার পাড়া

১০. উপদেষ্টা- মাওলানা হাফেজ শামসুল হক নছীম- পূর্ব সিকদার পাড়া

১১. উপদেষ্টা- মাওলানা হাফেজ নুরুল আমিন- পশ্চিম পানখালী

১২. উপদেষ্টা- মাওলানা মুফতি দ্বীন মোহাম্মদ- পূর্ব পানখালী

১৩. উপদেষ্টা- মাওলানা আনোয়ারুল হাকিম- পশ্চিম সিকদার পাড়া

১৪. উপদেষ্টা- মাওলানা শাকের আহমদ অজীম- পশ্চিম সিকদার পাড়া

১৫. উপদেষ্টা- মাওলানা হাফেজ ছৈয়দ আলম- পশ্চিম সিকদার পাড়া


৩৭ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি:

১.  সভাপতি- মাওলানা হাফেজ শাকের আহমদ- পূর্ব সিকদার পাড়া

২. সিনিয়র সহ- সভাপতি- মাওলানা হাফেজ আলী আহমদ- পশ্চিম পানখালী 

৩. সহ-সভাপতি- মাওলানা দিলদার আহমদ- পশ্চিম- সিকদার পাড়া

৪. সহ-সভাপতি-  মাওলানা আব্দুল হাফিজ- পূর্ব পানখালী

৫. সহ-সভাপতি- মাওলানা হাফেজ নুরুল হোসাইন ফাহিম- পশ্চিম পানখালী

৬. সহ-সভাপতি- মাওলানা হাফেজ মুহাম্মদ উল্লাহ- লেদা

৭. সাধারণ সম্পাদক- মাওলানা হেলাল উদ্দিন আরমান- নাটমুরা পাড়া

৮. সহ-সাধারণ সম্পাদক- মাওলানা মুহাম্মদ শাহ একরাম- ফুলের ডেইল

৯. সহ-সাধারণ সম্পাদক- মাওলানা মুহাম্মদ শাহ্ জাহান- দরগাহ পাড়া

১০. সাংগঠনিক সম্পাদক- মাওলানা মুফতি আবু আবদুল্লাহ আহমদ- পশ্চিম সিকদার পাড়া

১১. সহ-সাংগঠনিক সম্পাদক- মাওলানা দিলদার আহমদ- লেচুয়াপ্রাং

১২. সহ-সাংগঠনকি সম্পাদক- মাওলানা হাফেজ মুহাম্মদ ইলিয়াছ- দরগাহ পাড়া

১৩. অর্থ সম্পাদক- মাওলানা মুহাম্মদ ইউনুছ- পশ্চিম সিকদার পাড়া

১৪. সহ-অর্থ সম্পাদক- মাওলানা আবদুল খালেক জিহাদী- হামজার ছড়া

১৫. প্রচার সম্পাদক- মাওলানা হাফেজ সরওয়ার কামাল- পশ্চিম সিকদার পাড়া

১৬. সহ-প্রচার সম্পাদক- মাওলানা রহিম উল্লাহ- পশ্চিম সিকদার পাড়া

১৭. শিক্ষা বিষয়ক সম্পাদক- মাওলানা মুহাম্মদ নুর- পশ্চিম পানখালী

১৮. সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক- মাওলানা হাফেজ আবু সুফিয়ান- পূর্ব পানখালী

১৯. আইন বিষয়ক সম্পাদক- মাওলানা হাফেজ এ্যাড. মুহাম্মদ ইসমাঈল- ফুলের ডেইল

২০. দপ্তর সম্পাদক- মাওলানা হাফেজ কবির আহমদ- লেচুয়াপ্রাং

২১. সহ-দপ্তর সম্পাদক- মাওলানা নুর মুহাম্মদ- মৌলভীবাজার

২২. ছাত্র বিষয়ক সম্পাদক- মাওলানা দ্বীন মোহাম্মদ- লেদা

২৩. সহ-ছাত্র বিষয়ক সম্পাদক- মাওলানা হাফেজ আকতার কামাল- পূর্ব পানখালী

২৪. নির্বাহী সদস্য- মাওলানা হাফেজ আবদুল খালেক- নাটমুরা পাড়া

২৫. নির্বাহী সদস্য- মাওলানা মুহাম্মদ ইব্রাহীম- পশ্চিম সিকদার পাড়া

২৬. নির্বাহী সদস্য- মাওলানা জাফর আলম- লেদা

২৭. নির্বাহী সদস্য- মাওলানা হাফেজ মুহাম্মদ তৈয়ব- পশ্চিম সিকদার পাড়া

২৮. নির্বাহী সদস্য- মাওলানা আসহাব উদ্দিন- পশ্চিম পানখালী

২৯. নির্বাহী সদস্য- মাওলানা হাফেজ মুহাম্মদ রফিক- পশ্চিম পানখালী

৩০. নির্বাহী সদস্য- মাওলানা জামাল হোছাইন- পশ্চিম সিকদার পাড়া

৩১. নির্বাহী সদস্য- মাওলানা হাফেজ শাহ্ আলম- পশ্চিম সিকদার পাড়া

৩২. নির্বাহী সদস্য- মাওলানা হাফেজ মুহাম্মদ নুর- ওয়াব্রাং

৩৩. নির্বাহী সদস্য- মাওলানা মুহাম্মদ কায়সার- পশ্চিম সিকদার পাড়া

৩৪. নির্বাহী সদস্য- মাওলানা হাফেজ জামাল উদ্দিন- নাটমুরা পাড়া

৩৫. নির্বাহী সদস্য- মাওলানা হোছাইন আহমদ- পূর্ব পানখালী

৩৬. নির্বাহী সদস্য- মাওলানা হাফেজ মুহাম্মদ সেলিম- বাজার পাড়া

৩৭. নির্বাহী সদস্য- মাওলানা হাফেজ সিরাজুল ইসলাম- পশ্চিম সিকদার পাড়া